অনলাইন ডেস্ক
নিজ কার্যালয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
৪০টিরও বেশি আসনে মামলা রয়েছে উল্লেখ করে অশোক কুমার বলেন, যে সব নির্বাচনী এলাকায় মামলা রয়েছে, সেগুলোর ব্যালট পরে ছাপানো হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে ছাপানোর পুরো কাজ শেষ করার পরিকল্পনার কথাও জানান তিনি।
অতিরিক্ত সচিব বলেন, বিজিপ্রেসের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ৩৩ কোটি টাকা দেয়া হয়েছে।
ছাপানোর পর ব্যালট প্রথমে পাঠানো হবে রিটার্নিং কর্মকর্তার কাছে। সেখান থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তা সংরক্ষণ করা হবে। না হলে ভোটের আগে সব কেন্দ্রে জেলা থেকে তা সরবরাহ কঠিন হয়ে পড়বে বলেও জানান অশোক কুমার। বলেন, যথেষ্ট নিরাপত্তার সঙ্গেই ব্যালট যথাযথ জায়গায় পাঠানো হবে।
সব নির্বাচনী সামগ্রী পেয়ে গেছেন বলেও জানান কমিশনের এই মুখপাত্র। নির্বাচনী আচরণবিধি মানার জন্য আলাদা অনুসন্ধান কমিটি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা