অনলাইন ডেস্ক
টি-টুয়েন্টি বিশ্বকাপ চলাকালীন পাকিস্তান সফর নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অজিদের সফর নিয়ে নানা গুঞ্জন থাকলেও অবশেষে দেশটির ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে সিরিজের সূচি।
অস্ট্রেলিয়া সবশেষ পাকিস্তান সফর করেছে ১৯৯৮ সালে। সিরিজটি ১-০তে জেতে অজিরা। বাকি হোম সিরিজ বিদেশের মাটিতে আয়োজনে বাধ্য হয়েছে পাকিস্তান। সময়ের হিসেবে অজিদের বিপক্ষে ঘরের মাঠে পাকিস্তান লড়বে দুই যুগ পর।
শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে অজি দল। একটি টি-টুয়েন্টি ম্যাচও যুক্ত করা হয়েছে। পাকিস্তানের দুটি ভেন্যুতে হবে সবগুলো ম্যাচ।
অস্ট্রেলিয়া সফর নিশ্চিত করলেও এখনও থাকছে যদি-কিন্তু। অজিরা পূর্ণশক্তির দল নিয়ে পাকিস্তানের পথে উড়বে কিনা সেটা নিয়ে আশঙ্কা থাকছেই।
যদিও অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স-সহ অনেকেই আশাবাদী পূর্ণশক্তির অস্ট্রেলিয়াই যাবে পাকিস্তানে। নিরাপত্তা শঙ্কায় বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নিজেদের সিরিজ থেকে সরিয়ে নিতে পারে বলেও খবর হয়েছে।
সফরের সূচি অনুযায়ী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। ৫ এপ্রিল রাওয়ালপিন্ডিতেই সিরিজের একমাত্র টি-টুয়েন্টি দিয়ে শেষ হবে অজিদের সফর।
প্রথম টেস্ট শুরু ৪ মার্চ, পরের দুটি যথাক্রমে ১২ ও ২১ মার্চ মাঠে গড়াবে। প্রথম ওয়ানডে ২৯ মার্চ, দ্বিতীয়টি ৩১ ও তৃতীয়টি ২ এপ্রিল হবে। একমাত্র টি-টুয়েন্টি ৫ এপ্রিল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা