অনলাইন ডেস্ক
২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ বিলুপ্ত ঘোষণা করে আজকের মধ্যে সব কাজ সম্পন্ন করার আহ্বানও জানান তিনি। কোন প্রতিহিংসা ও ধ্বংসযজ্ঞ না করে ধৈর্য্য ও সংযমের সাথে অর্জিত স্বাধীনতা রক্ষায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের শুভেচ্ছা জানান এবং বিগত ষোল সতেরো বছরে যেসব ছাত্র জনতা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান।
মির্জা ফখরুল জানান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সকলকে শান্ত থাকতে বলেছেন। তিনি অসুস্থ, যখন সুস্থ অনুভব তখন জনসম্মুখে আসবেন। এই স্বাধীনতাকে সুসংহত করতে সকল নাগরিককে দায়িত্ব নিতে হবে। আন্দোলনের বিরোধিতাকারীরা এখনও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সবাইকে সতর্ক থেকে হামলা, লুটপাট বন্ধের আহ্বান জানান তিনি।
সংসদ ভেঙে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অর্ন্তবর্তীকালীন সরকার গঠনে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। অন্যথায় রাজনৈতিক শূনত্য সৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।
ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে ছাত্ররা যে রূপরেখা দিয়েছ সে প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ছাত্রদের প্রতি সম্পূর্ণ আস্থা আছে। সর্বদলীয় সরকার গঠন যেন হয় সে বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।
বুধবার ঢাকায় দলের পক্ষ থেকে সমাবেশ করার পরিকল্পনা আছে। তারেক রহমানকেও দলের পক্ষ থেকে দেশে আসার কথা বলা হয়েছে। যথাসময়ে সিদ্ধান্ত হবে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।