অনলাইন ডেস্ক
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত মোট ১২ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ৮৩১ জনকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দুই ডোজ টিকা দেওয়া হয়েছে ৮ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৩৮৯ জনকে। এছাড়া বুস্টার ডোজ নিয়েছেন ৩৭ লাখ ১৮ হাজার ৫৮৫ জন মানুষ।
চলমান ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে ১৯ লাখ ৩৩ হাজার ৭৭৫ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ৭৪ হাজার ৪৩৮ জন। আর বুস্টার ডোজ নিয়েছেন ৮৪ হাজার ৯০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বলেন, ‘মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ার কারণে একদিনের বদলে গণটিকাদান কর্মসূচি তিন দিন পর্যন্ত বাড়ানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আগের দুই দিনের মতো সোমবারও বিভিন্ন কেন্দ্র ও বুথগুলোতে টিকার জন্য মানুষদের ভিড় করতে দেখা গেছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশব্যাপী এই গণটিকাদান কর্মসূচি সফল করতে এগিয়ে এসেছেন তারা। এ জন্য আমরা সবাই প্রতি কৃতজ্ঞতা জানাই।
ডা. আবুল বাশার বলেন, ফেব্রুয়ারির ২৬ তারিখে এক কোটি মানুষকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল সরকারের। কিন্তু পরে মানুষের আগ্রহ ও ব্যাপক সাড়া পাওয়াতে তা আরও দুদিন বাড়ানো হয়।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা