অনলাইন ডেস্ক
সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী ২০ থেকে ২৩ জুলাই পর্যন্ত এ বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৪ জুলাই থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
বেনাপোল স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, আগামী ২১ জুলাই ঈদুল আজহা। তাই বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা চার দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট দুই দেশের কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে, এই সময়েও বেনাপোল বন্দর থেকে আমদানি করা জরুরি পণ্যগুলো খালাস করে নিতে পারবেন সিঅ্যান্ডএফ এজেন্টরা’, বলেন তিনি।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, ‘ঈদে সরকারি ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে বন্দরের কার্যক্রম চালু থাকবে। তবে, ব্যবসায়ীরা যদি আমদানি-রপ্তানি না করেন, সেটি তাদের বিষয়।তবে, কাস্টমস ও বন্দর থেকে পণ্য খালাস করা যাবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা