অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেফতার একটি চক্রের চার সদস্যকে আবারও একদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৯ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
আসামি চারজন হলেন- আবু ইউসুফ ওরফে পারভেজ ওরফে রানা, আতিয়ার রহমান সবুজ, নাসির উদ্দিন এবং নুরুল ইসলাম ওরফে সোহেল।
এদিন মামলা তদন্ত কর্মকর্তা আসামিদের তিনদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর ‘মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে’ আবারও প্রত্যেকের সাতদিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৪ ও ২৫ জুন ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট। পরে তাদের আদালতে তোলা হলে শুক্রবার (২৫ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঈনুল ইসলামের আদালত এই চারজনকে তিনদিন করে রিমান্ডে পাঠান।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের ২০ কোটি ২ লাখ ২৪ হাজার টাকার পরিমাণ ১৩ লাখ ৪০ হাজার জাল রেভিনিউ স্ট্যাম্প, ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা মূল্যের ১৯ হাজার ৪৮০ জাল কোর্ট ফি, জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রির নগদ ৩ কোটি ৬০ লাখ টাকা, ১১৪ গ্রাম স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া একটি পেন ড্রাইভ, ডাক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১১টি সিল, ডাক বিভাগের রশিদের কপি ৩০০ পাতা, একটি বড় প্রেস মেশিন, কাটিং মেশিন, ডাই কাটিং মেশিন, বিভিন্ন ব্যাংকের সর্বমোট এক কোটি পাঁচ লাখ ৪০ হাজার টাকার ১৮টি চেকের পাতা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি আবু ইউসুফের কাছ থেকে যমুনা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের তিনটি চেক বই উদ্ধার করা হয়।