অনলাইন ডেস্ক
বিশ্বকাপের জন্য বাছাইপর্বের কিছু অঞ্চলে ম্যাচ প্রায় শেষ। আবার কিছু অঞ্চলে এখনও বাছাইপর্ব চলমান। সম্প্রতি শুরু হয়েছে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব। ওশেনিয়া অঞ্চলের বাছাই শেষ। একটি ম্যাচ ডে বাকি কনকাকাফ অঞ্চলেও। এশিয়া অঞ্চলেও বেশিরভাগ দল নিশ্চিত। বাকি অঞ্চলগুলোতে ধীরে ধীরে জমে উঠছে বাছাইপর্বের লড়াই।
এশিয়া: এশিয়া অঞ্চল থেকে সরাসরি অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, উজবেকিস্তান এবং ইরান বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া আরও দুটি দল সরাসরি খেলার সুযোগ পাবে। এর পাশাপাশি আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে আরও একটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
কনকাকাফ: বিশ্বকাপে স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো খেলা নিশ্চিত করেছে। কনকাকাফ অঞ্চলের তৃতীয় রাউন্ডের বাছাইপর্ব আগামী নভেম্বরে শেষ হবে। সেখানে কোস্টারিকা, হন্ডুরাস, জ্যামাইকাসহ কয়েকটি দল বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য লড়াই করছে।
আফ্রিকা: আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে মরক্কো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাছাইপর্ব এবং প্লে অফের মাধ্যমে আফ্রিকা থেকে আরও আটটি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।
ইউরোপ: ফিফা বিশ্বকাপের দল বাছাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে আছে ইউরোপ অঞ্চল। তবে এবারের ফরম্যাটে ম্যাচ সংখ্যা কম হওয়ায় ড্রয়ের আগেই বেশিরভাগ দল বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা