অনলাইন ডেস্ক
গ্রমীণক্ষুদ্র ও মাঝারী নারী উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারনের লক্ষ্যে পরিচালিত উইএসএমএস প্রকল্পটি সুইডেন দূতাবাসের অর্থায়নে আইডিই বাংলাদেশ বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অধীনে খুলনা এবং রংপুর বিভাগের নয়টি উপজেলায় ৫০০র অধিক গ্রমীণক্ষুদ্র ও মাঝারীনারী উদ্যোক্তাদের পাটজাত ও হস্তশিল্প পণ্যের উৎপাদন ও বাজারজাতকরনে সহযোগিতা প্রদানে কাজ করবে সংস্থাটি।
চাওয়াপাওয়া এবং আইডিই বাংলাদেশ-র মধ্যে এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ২০০ নারী উদ্যোক্তাকে চাওয়াপাওয়া ডটকম ইকমার্স প্লাটর্মের আওতায় আনা হবে, যার মাধ্যমে এই নারী উদ্যোক্তাদের পণ্যের অনলাইনভিত্তিক বিদেশী বাজার সম্প্রনারন করবে, যা এই নারী উদ্যেক্তাদের ব্যবসা সম্প্রসারনের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হবে।
চাওয়াপাওয়া এই নারীউদ্যোক্তাদের অনলাইন মার্কেট সম্প্রসারনের পাশাপাশি ফটোগ্রাফি, প্রোডাক্ট আপলোড, ইনভেন্টরি ম্যাজেমেন্ট এবং আর্থিক ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান চীফ এক্সিকিউটিভ জনাব মো: ফোরকানউদ্দীন । তিনি আরো বলেন এই চুক্তির মাধ্যমে গ্রামীণ নারীরাও ডিজিটাল বাংলাদেশ-এর সূফল ভোগ করবে যা নারীরক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরোজ থাপা, (টিমলিডার, উইএসএমএস), সায়ানমুহাম্মদ রাফি, (সিনিয়র টেকনিকাল স্পোলিস্ট, আইডিইবাংলাদেশ) এবং মো: মজিবুররহমান, (চীফ আপারেটিং অফিসার, চাওয়াপাওয়া ), মিসেস দিলারা আমজাদ, (বিজনেস ডেভলপমেন্ট আ্যডভাইজার) এবং মো: রেদওয়ানুল ইসলাম, মার্কেটিং এক্সুকিউটিভ প্রমূখ ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা