অনলাইন ডেস্ক
২০১৪ সালের ২৭শে এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীণ প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায় তাদের মরদেহ।
এই ঘটনায় দুই মামলায় ২০১৭ সালের ১৬ই জানুয়ারি নিু আদালতে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। একই বছরের ২২শে আগস্ট হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল, ১১ জনকে যাবজ্জীবন আর ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এই রায়ের বিরুদ্ধেও আপিল বিভাগে গেছেন আসামিরা। যা এখনো রায়ের অপেক্ষায়।
মামলার ধীরগতির কারণে হতাশ নিহতদের পরিবারের সদস্যরা। দ্রুত রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। অন্যদিকে, হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল থাকলে অপরাধীদের জন্য দৃষ্টান্ত তৈরি হবে বলে মনে করে নারায়ণগঞ্জবাসী।
আলোচিত এই মামলা দ্রুত নিস্পত্তির আহ্বান জানান নারায়ণগঞ্জের মানবাধিকার কমিশনের সভাপতি মাহবুবুর রহমান মাসুম।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা