অনলাইন ডেস্ক
নতুন পথে যাত্রার সাক্ষী হওয়ার আকাঙ্খা নিয়ে লাইনে দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশিরা। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে তারা এসেছেন কক্সবাজার এক্সপ্রেসের টিকিটের জন্য।অপেক্ষা, ট্রেনে করে কক্সবাজারে যাওয়ার নতুন অভিজ্ঞতার জন্য।
বৃহস্পতিবার শুরু হয় কক্সবাজার যাওয়ার ট্রেনের টিকিট বিক্রি। অনলাইন ও কাউন্টার দুই মাধ্যমেই বিক্রি শুরু হয় সকাল ৮টা থেকে। তবে এক ঘন্টার মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। যারা টিকিট পেয়েছেন তার বেশ খুশি। বলছেন ইতিহাসের সাক্ষী হবার অপেক্ষায় তারা।
এসি চেয়ার ৩৩০টি এবং নন এসি বা শোভন চেয়ার ৪৫০টি, প্রতিদিন মোট ৭৮০টি আসনের জন্য টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়। শোভন আসনের টিকিটের মূল্য ৬৯৫ টাকাআর স্নিগ্ধা বা শীতাতপ নিয়ন্ত্রিত কামরার আসনের টিকিটের মূল্য ১৩২৫টাকা। বৃহস্পতিবার বিক্রি করা হয় পহেলা, দোসরা ও তেসরা ডিসেম্বরের টিকিট। শুক্রবার দেয়া হবে চৌঠা ডিসেম্বরের টিকিট।
পহেলা ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে এবং দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার থেকে ছাড়বে ট্রেন। ঢাকা থেকে সোমবার ও কক্সবাজার থেকে মঙ্গলবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা