সংস্কৃতির পরিশীলন উচ্চাঙ্গ সংগীতকে মানুষের কাজে জনপ্রিয় করার লক্ষ্যে চ্যানেল আই গত সাত বছর ধরে আয়োজন করে আসছে বাংলা খেয়াল উৎসব। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি সপ্তমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘বাংলা খেয়াল উৎসব’২০।
উৎসবের এবারের পৃষ্ঠপোষকতা করেছে ইস্পাহানি মির্জাপুর। ওইদিন বিকেল ৫টায় শুরু হয়ে উৎসবটি শেষ হয়েছে ৯ ফেব্রুয়ারি সকাল ৯টায়।
এ আয়োজনের পুরোধা ব্যক্তিত্ব সংগীতজ্ঞ আজাদ রহমানের তত্ত্বাবধানে বরেণ্য উৎসবের উদ্ধোধনী পর্বে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ড. লীনা তাপসী খান, ড. অসিত রায়, হারুন অর রশিদ, সেলিনা আজাদ প্রমুখ।
উদ্বোধন শেষে আজাদ রহমান বলেন, সংগীতের নব দিগন্ত বাংলা সংগীতের উৎকর্ষ ‘বাংলা খেয়াল’কে সবার কাছে, সার্বজনীনভাবে পৌঁছে দেয়ার একটি প্রয়াস এটি। এ প্রয়াস প্রতিটি সংগীত পিপাসু মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা পাচ্ছে।
সারা রাতব্যাপী বাংলা খেয়াল প্রচার করার এ সিদ্ধান্ত যুগান্তকারী সিদ্ধান্ত চ্যানেল আইয়ের। উৎসবে সংগীত পরিবেশন করেছেন দুই শতাধিক বিভিন্ন বয়সের শিল্পীরা। উৎসবটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। প্রযোজনা করেছেন অনন্যা রুমা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা