১৭ অক্টোবর পদযাত্রা করবে শিক্ষকেরা
নন-এমপিওভুক্ত স্কুলের শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা করবে শিক্ষকেরা। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানের দ্বিতীয় দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষক নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
নেতৃবৃন্দ বলেন, বৃহস্পতিবার সকাল ১১ টায় গণঅবস্থান কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্যে পদযাত্রা করা হবে। পদযাত্রায় বাঁধা আসলে তাৎক্ষণিক ভাবে আমরণ অনশনে যাওয়া হবে।
এমপিও নীতিমালা ২০১৮’র স্থগিত পূর্বক স্বীকৃতিই একমাত্র মানদন্ড ধরে শুধু স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্তি করণের দাবি জানিয়ে গণ অবস্থানের বুধবার দ্বিতীয় দিন অতিবাহিত করেছে শিক্ষকেরা। প্রধানমন্ত্রীর সাক্ষাত চান নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক- কর্মচারী ফেডারেশন নামের এই সংগঠন।