অনলাইন ডেস্ক
ভারতীয় গণমাধ্যমের খবর, করণ জোহরের ধর্ম প্রোডাকশন প্রযোজিত এই সিনেমাটির বাজেট ছিল প্রায় ৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকা)। তবে মুক্তির পর বক্স অফিসে এটি মাত্র ৪০ কোটি রুপির মতো আয় করতে সক্ষম হয়। সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় প্রযোজনা সংস্থা বড় ধরনের লোকসানের মুখে পড়ে। এমন পরিস্থিতিতে কার্তিক ছবিটির জন্য নেওয়া তার ১৫ কোটি রুপি পারিশ্রমিক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন।
এই সিদ্ধান্ত ঘিরে আবার আলোচনায় এসেছে করণ জোহরের সঙ্গে কার্তিকের সম্পর্ক। এক সময় দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল। কার্তিকের পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন করণ। সেই সময় কিছু ছবি থেকেও বাদ পড়েন অভিনেতা। যদিও পরে দুপক্ষের মধ্যেই সম্পর্ক স্বাভাবিক হয়।
তবে কার্তিকের ঘনিষ্ঠ মহলের দাবি, প্রযোজকের মন রাখতেই নয়, নিজের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। এর আগেও তার ‘শাহজাদা’ সিনেমার বক্স অফিসে ব্যর্থ হলে একইভাবে পারিশ্রমিক ফেরত দিয়েছিলেন তিনি।
সব মিলিয়ে, বছরের শুরুটা কার্তিক আরিয়ানের জন্য খুব একটা ভালো যাচ্ছে না। বিতর্ক, ছবির ব্যর্থতা আর আর্থিক ধাক্কার মাঝেই এখন তার পরের ছবির দিকেই তাকিয়ে রয়েছেন তার ভক্তরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা