অনলাইন ডেস্ক
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে ।
আজ মঙ্গলবার(২১ শে মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২৪ উপজেলায় ইভিএমে আর বাকিগুলোতে ব্যালটে ভোটা দিচ্ছেন ভোটাররা। এসব উপজেলায় মোট ৩ কোটিরও বেশি ভোটার রয়েছে ।
এই ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৮শ’রও বেশি প্রার্থী। তবে তিন পদে ২২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রায় ৩ কোটি ৫২ লাখ ভোটার দ্বিতীয় ধাপে ভোট প্রয়োগ করবেন। মোট ভোটকেন্দ্র ১৩ হাজার আর ভোটকক্ষ সাড়ে ৯১ হাজার।
আরোও পড়তে পারেন : বিশ্ব রেকর্ড গড়লেন ১৯ বছর বয়সী প্রোটিয়া পেসার