এক বছর আগে দীর্ঘদিনের বান্ধবী সিসকা পেরেলোর সঙ্গে বাগদান পর্বটা সেরে রেখেছিলেন রাফায়েল নাদাল। এবার অনেকটা চুপি চুপিই এ টেনিস তারকা বিয়ের কাজটাও করে নিলেন। শনিবার পুয়ের্তো রিকোর লা ফোর্টালেজায় রীতিনীতি মেনে চার হাত এক হয় তাদের।
পুয়ের্তো রিকোর অভিজাত ক্যাসেলে নাদালের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রায় ৩৫০ জন অতিথি। যেখানে ছিলেন স্পেনের রাজা জুয়ান কার্লোস (১৯৭৫-২০১৪)। ঘরোয়া জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়েই বছর একত্রিশের পেরেলোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বছর তেত্রিশের নাদাল।
নাদালের বোন মারিবেলের ছোটবেলার বন্ধু ফ্রান্সিসকো পেরেলো। ২০০৫ বোন মারিবেলের মারফৎ নাদালের সঙ্গে যোগাযোগ হয় পেরেলোর। এরপরেই শুরু হয় মন দেওয়া নেওয়ার পর্ব। দীর্ঘ ১৪ বছর বাদে পূর্ণতা পেল তাঁদের ভালোবাসা।
চোটের কারণে এবার লেভার কাপের শেষ দুই ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন নাদাল। পরবর্তীতে বাধ্য হয়ে সাংহাই মাস্টার্সেও খেলেননি তিনি। পরে এ তারকা জানান, ‘লেভার কাপ চলাকালীনই বাঁ-হাতের কবজিতে কিছু সমস্যা তৈরি হয়েছিল। সেই চোট সারিয়ে সাংহাই মাস্টার্সের প্রস্তুতির জন্য পর্যাপ্ত অনুশীলন করে উঠতে পারিনি। আশা রাখছি ২০২০ সাংহাইতে ফিরতে পারব।’
এদিকে সাংহাই মাস্টার্স টুর্নামেন্ট ডিরেক্টর মাইকেল লুয়েভানো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘চীনে টেনিসের প্রসার ও সাংহাই মাস্টার্সের একজন প্রবল অনুরাগী হিসেবে নিশ্চিতভাবে নাদালের অভাব অনুভব করব আমরা।’
এরআগে মাইকেল লুয়েভানো জানান, ‘সাংহাই মাস্টার্সের গোটা দলের পক্ষ থেকে নাদাল ও তার স্ত্রী মারিয়া ফ্রান্সিসকা পেরেলোকে বিয়ের আগাম শুভেচ্ছা।’ ওয়াশিংটন পোষ্ট।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা