অনলাইন ডেস্ক
গ্রিন এবারের নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন। ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্স ও পরের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলেন তিনি। তবে পিঠের অস্ত্রোপচারের কারণে গত আসরে ছিলেন না। এবারের মিনি অকশানে আলোচনায় এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ধারণা করা হচ্ছে মঙ্গলবারের নিলামে তিনিই হতে যাচ্ছেন সবচেয়ে দামি খেলোয়াড়। গত বছরের নিলামে ঋশাভ পান্তের ২৭ কোটি রুপির রেকর্ড ভেঙে দিবেন তিনি এবং খুব সম্ভবত কলকাতা নাইট রাইডার্স তাকে পেতে যাচ্ছে। কারণ ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত হওয়ার পর সবচেয়ে বেশি টাকা তাদের কাছে আছে।
ব্যাটার হিসেবে নাম নিবন্ধন করায় নিলামের অনুষ্ঠানে প্রথম ছয় খেলোয়াড়ের মধ্যে থাকবেন গ্রিন। তবে ম্যানেজারের ভুল না হলে নিজেকে অলরাউন্ডারের ক্যাটাগরিতে দেখতেন। রোববার অ্যাশেজ প্রস্তুতির আগে সাংবাদিকদের তিনি জানালেন, তার ম্যাানেজারের প্রশাসনিক ভুলে ব্যাটার ক্যাটাগরিতে পড়েছেন।
গ্রিন বললেন, ‘আমি জানি না আমার ম্যানেজার এটা শুনতে পছন্দ করবে কি না, কিন্তু এটা তার পক্ষ থেকে ভুল ছিল। সে ব্যাটার বোঝাতে চায়নি, আমার মনে হয় দুর্ঘটনাবশত সে ভুল বক্সে টিক দিয়েছে। যেভাবে সব হয়েছে, তা বেশ মজার। কিন্তু ভুলটা আসলে হয়েছে তার দিক থেকেই। আমি বল করার জন্য ভালোভাবে প্রস্তুত।’
নিলাম দেখবেন কি না প্রশ্নে গ্রিন বললেন, ‘আমি নিশ্চিতভাবে দেখব আরও কয়েকজনকে নিয়ে। এটা দেখা সবসময় মজার। অনেকটা লটারির মতো, কোন দলে আপনি যাবেন, আপনার দলে কে থাকতে পারে, এটা দেখা সবসময় মজার।’
আন্তর্জাতিক ক্রিকেটে গ্রিন ৬৮ উইকেট নিয়েছেন। তবে সব মিলিয়ে তার দখলে ১৩৮ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনবার ফাইফারসহ ৮০ উইকেট নিয়েছেন এই ডানহাতি ফাস্ট বোলার।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা