ভোলায় পাঁচটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশী করে ১২০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (১৩ নভেম্বর) রাতে আলাদা দুটি অভিযানে কোস্ট গার্ড এই জাটকা পেয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, ভোলা জেলার সদর থানায় মেঘনা নদীর ইলিশাঘাট এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি তাসরিফ-১ এবং এমভি ফারহান-৪ লঞ্চ তল্লাশী করে ৮০০ কেজি জাটকা পেয়েছে কোস্ট গার্ড।
বরিশালের সাহেবেরহাট ও লাহারহাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি বেইস ভোলা ও বিসিজি স্টেশান বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে। ঐ অভিযানে সর্বমোট ১২০০ কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। পরবর্তীতে জব্দ করা জাটকা মৎস্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমনে ও জাটকা রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ড সূত্র জানিয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা