ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন বর্তমানে “বাংলাদেশ যুব প্রতিনিধিদলের ভারত সফর-২০২০” এর জন্য আবেদন গ্রহণ করছে। সম্পূর্ণ ভারত সরকারের অর্থায়নে ‘বাংলাদেশ যুব প্রতিনিধিদল’ ১০০ জন মেধাবী তরুণকে ভারত সফরের সুযোগ করে দেয়।
হাই কমিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতিবছর এই সফরের আয়োজন করে। আট-নয় দিনের এই সফরে ১০০ জনের তরুণ প্রতিনিধিদলকে ভারতের উন্নয়ন ও সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ করে দেবে। এই সফরে রয়েছে ভারতের বিভিন্ন বিখ্যাত (সাংস্কৃতিক, শিল্প ও অন্যান্য) জায়গায় ভ্রমণের সুযোগ। ১০০ জনের এই যুব প্রতিনিধিদল ভারতের বিভিন্ন শহরেও ভ্রমণ করবে।
ভারতীয় হাই কমিশন বাংলাদেশের ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি, উদ্যোক্তা এবং গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রের তরুণদের কাছ থেকে আবেদন আহবান করছে।
আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ: ২৯ ফেব্রুয়ারি। নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে। নির্ধারিত ফরম্যাট: https://hcidhaka.gov.in/pdf/CV_Format.pdf
আবেদনকারীদের byd.dhaka@mea.gov.in এই ঠিকানায় আবেদনেপত্র পাঠাতে হবে। আবেদনকারীদের অবশ্যই যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে বলে ভারতীয় হাই কমিশন জানিয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা