গত শুক্রবার বড়পর্দায় মুক্তি পেয়েছে সালমান-সোনাক্ষীর দাবাং-৩। সংশ্লিষ্টদের ধারণা, আজকালের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকবে দাবাং ফ্র্যাঞ্চাইজির সবশেষ এ সিনেমাটি।
সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল সারা দেশ। তারই মধ্যে মুক্তি পেয়েছে সালমান খানের বড়দিন রিলিজ দাবাং-৩।
শুক্রবার বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও, রবিবার ভালোই ব্যবসা করল সোনাক্ষী-সালমান-সাইয়ি অভিনীত ছবি দাবাং-৩।
Boxofficeindia.com-এর রিপোর্ট অনুযায়ী রবিবার ৩০ শতাংশ ব্যবসা বৃদ্ধি হয়েছে এই ছবির। একদিনেই বক্স অফিস কালেকশন ছুঁয়েছে ২৯ কোটি টাকা।
সব মিলিয়ে প্রথম উইকএন্ডে ৭৮ কোটি টাকার ব্যবসা করেছে দাবাং ৩। তবে দিল্লি-উত্তরপ্রদেশ এলাকায় দর্শকের মন কাড়তে ব্যর্থ রবিনহুড চুলবুল পান্ডে।
সর্বশেষ কবে গোসল করেছেন মনে নেই লেডি গাগার (ভিডিও)
সমালোকদের দাবি, নতুন এ সিনেমায় চেনা ইমেজের বাইরে আসতে পারেননি সালমান। দাবাং থ্রিতে এমন কিছুই নেই, যা আগের দুটি কিস্তিতে দেখেননি দর্শক। মান বিচার করলে, পুরো প্যাকেজেরই শান কমেছে। গান, অ্যাকশন, সংলাপ, কমেডি এমন একটি বিভাগও নেই যা ছবিকে টেনে দাঁড় করাবে।
ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ শনিবার জানিয়েছিলেন, দ্বিতীয় দিন থেকে ছবির দৈর্ঘ্য কমিয়ে দেওয়া হয়েছিল।
ট্যুইট করে জানিয়েছিলেন, রান টাইম থেকে প্রায় ৯ মিনিট ৪০ সেকেন্ড কমিয়ে দেওয়া হয়েছে মুক্তির দ্বিতীয় দিন থেকে।
২ ঘন্টা ৪২ মিনিটের রান টাইম হওয়ায় শুরুতেই সমালোচনায় বিদ্ধ হয়েছে ভাইজানের নতুন ছবি। অসন্তোষ প্রকাশ করা হয়েছিল প্রয়োজনের চেয়ে বেশি গান থাকায়। সমালোচকদের মত ছিল, অত্যধিক গান চিত্রনাট্যের গতিকে মন্থর করেছে।
এর আগে সালমান অভিনীত ‘ভারত’ সিনেমাটিও মুক্তির দিন আয় কয়ে ৪২.৩০ কোটি রুপি। অবশেষে বিশ্বব্যাপী ‘ভারত’ আয় করে ৩২৫ কোটি রুপি। তাই ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে দাবাং সিরিজের সবশেষ সিনেমা ‘দাবং থ্রি’ ও এ পথে হাঁটবে।
প্রসঙ্গত, সালমান খান, সোনাক্ষী সিনহা, আরবাজ খান, সাই মঞ্জরেকর, কিচ্চা সুদীপ অভিনীত ‘দাবং থ্রি’পরিচালনা করেছেন প্রভু দেবা। ইন্ডিয়া টাইমস।
#Dabangg3 2 day to go( exited to watch) pic.twitter.com/67I6jtxh21 — Ayu Khalekar (@AyuKhalekar) December 18, 2019
#Dabangg3 2 day to go( exited to watch) pic.twitter.com/67I6jtxh21
— Ayu Khalekar (@AyuKhalekar) December 18, 2019
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা