প্রথম দিন থেকেই বক্স অফিস মাতিয়ে রেখেছিল অজয় দেবগণ-কাজল-সইফ আলি খান অভিনীত পিরিয়ড ড্রামা তানাজী।
গতকাল বুধবার ফের নয়া উচ্চতায় পৌঁছাল ছবিটি। মুক্তি পাওয়ার ষষ্ঠ দিনে প্রায় ১৬ কোটি টাকার ব্যবসা করল তানাজী। আর এক লাফে পেরিয়ে গেল ১০০ কোটির গন্ডি। এখনও পর্যন্ত তানাজী ছবির মোট আয় ছুঁয়েছে ১০৬.৯৬ কোটি টাকা।
বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে উত্তর ভারত এবং গুজরাট-সৌরাষ্ট্রে মকর সংক্রান্তি উপলক্ষ্যে দর্শক সংখ্যা বেড়েছে। এছাড়া মুম্বাই সার্কিটে টগবগিয়ে ছুটছে তানাজীর ঘোড়া।
১০০ কোটির পথে দাবাং ৩ (ভিডিও)
এভাবেই চলতে থাকলে এক সপ্তাহের মধ্যে ৫০ কোটির ব্যবসা উঠে আসবে শুধুমাত্র এই অঞ্চল থেকেই। এমনকি সম্ভাবনা রয়েছে মুম্বাই সার্কিটে ১০০ কোটি আয় হওয়ারও।
অজয় দেবগণ অভিনীত এটি পঞ্চম ছবি যা ১০০ কোটির ক্লাবে নামে লিখিয়েছে। অন্যদিকে ২০১৩ সালে রেস-২ পর এই প্রথম সইফ আলি খানের কোনও ছবি ১০০ কোটির মুখ দেখল।
অন্যদিকে দীপিকা পাডুকোন অভিনীত ছাপক ষষ্ঠ দিনে ব্যবসা করেছে ২-২.২৫ কোটি টাকা। ৬ দিন এই ছবির মোট আয় ২৬.১৭ কোটি টাকা। ইন্ডিয়া টাইমস।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা