অনলাইন ডেস্ক
এদিন ম্যাচের শুরু থেকেই গতির ফুটবল খেলতে থাকে চ্যাম্পিয়নরা। চাপ ধরে রেখে করতে থাকে একের পর এক আক্রমণ। শেষ পর্যন্ত ২৭তম মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। এ সময় গোল করে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন মতিন মিয়া।
ম্যাচের ৩৭তম মিনিটে ঘটে এক অঘটন। প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে কিংসের ফুটবলার ইয়াসিন আরাফাতকে লালকার্ড দেখান রেফারি। ফলে বাকি সময়টুকু দশ নিয়ে খেলতে হয় অস্কার ব্রুজেনের শিষ্যদের। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে জামাল ভূঁইয়ার সাইফ স্পোর্টিং ক্লাব। কিন্তু একের পর এক আক্রমণের পরও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা ক্লাবটি। উল্টো ম্যাচের ৮১তম মিনিটে আরও একটি গোল খেয়ে বসে সাইফ। দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন বিপুল আহমেদ। ২-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।
ঢাকার ফুটবলে ইতিহাসে বসুন্ধরা কিংস তৃতীয় ক্লাব যারা হ্যাটট্রিক শিরোপা জিতল। এর আগে প্রথম বিভাগ ফুটবল লিগে ১৯৮৩ থেকে ১৯৮৫ সালে আবাহনী প্রথমে এই স্বাদ পেয়েছিল। পরের তিন বছর মোহামেডান চ্যাম্পিয়ন হয়ে নিয়েছিল একই স্বাদ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা