স্বাগতিক পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দলের। এখন টাইগারদের সামনে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে সিরিজে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৫ ও ৯ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটে ১৪১ রান করেও বোলারদের নৈপুন্যে লড়াই করেছিল টাইগাররা। যে কারণে শেষ ওভারে গিয়ে ম্যাচ জিততে হয়েছে পাকিস্তানকে। তবে দ্বিতীয় ম্যাচে লড়াইয়ের ছিটেফোটাও দেখাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল।
দ্বিতীয় ম্যাচেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬ উইকেটে মাত্র ১৩৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। আর সেটি টপকাতে বেশি ঝামেলায় পড়তে হয়নি পাকিস্তানকে। অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হাফিজের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ বল বাকি রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
বঙ্গবন্ধু বিপিএলে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন বাংলাদেশের খেলোয়াড়রা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দু’ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশাজনক। ব্যাটসম্যানরা টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে নিজেদের মানিয়ে নিতে পারেননি। বড় জুটি বা বড় স্কোর করতেও ব্যর্থ। বোলাররাও ব্যর্থ ছিলেন উইকেট শিকারে।
এদিকে প্রথম দু’ম্যাচের স্মৃতিকে ভুলে জয় দিয়ে পাকিস্তানের প্রথম পর্ব শেষ করতে মরিয়া বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন রোববার লাহোরে বাংলাদেশের পেসার শফিউল ইসলাম কথা বলেন সাংবাদিকদের সাথে।
তিনি বলেন, ‘এখন আমাদের ভুলগুলো সংশোধন করা ও ভালো কিছু নিয়ে সফর শেষ করার সময় এসেছে। পাকিস্তান আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। আমরা মাঠে কিছু ভুল করেছি। প্রথম ম্যাচে আমরা পাকিস্তানের বিপক্ষে লড়াই করেছিলাম। কিন্তু দ্বিতীয় ম্যাচে বাবর ও হাফিজ ভালো ক্রিকেট খেলে আমাদের লড়াই থেকে ছিটকে দেয়। আশা করছি, শেষ ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলব এবং জিততে পারব।’
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে পাকিস্তানের জয় ১০টি। বাংলাদেশের জয় ২টি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা