অনলাইন ডেস্ক
টস জিতে ভারত আগে ব্যাটিংয়ে নেমে ১৬ রানে বর্তমান ও সাবেক দুই অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিকরা।
একপর্যায়ে তিন উইকেটে ভারতের সংগ্রহ ছিল ১৫২ রান। এরপর ৩৫ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। তবে শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থের জোড়া ফিফটিতে ভর করে ৫০ ওভারে ২৬৫ রান করে অলআউট হয় ভারত।
১১১ বলে ৯টি চারের সাহায্যে ৮০ রান করে ফেরেন শ্রেয়াস, ৫৪ বলে ছয় চার ও এক ছক্কায় ৫৬ রান করেন পন্থ। ৩৩ ও ৩৮ রান করে করেন ওয়াশিংটন সুন্দর ও দিপক হুদা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৪ রানে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। দুটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও হিডেন ওয়ালস।
২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৭.১ ওভারে ১৬৯ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন তরুণ পেসার ওডিন স্মিথ। ৩৪ রান করেন অধিনায়ক নিকোলাস পুরান। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। আর দুটি করে উইকেট নেন দিপক হুদা ও কুলদীপ যাদব।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা