অনলাইন ডেস্ক
বার্মিংহামে মঙ্গলবার ১৩৯ বলে ১৪ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে ১৫৮ রান করেছেন বাবর আজম। যা তার আগের ১২৫ (নটআউট) রানের সর্বোচ্চ ইনিংসকে ছাড়িয়ে গেল।
টসে হেরে ব্যাটিং পায় পাকিস্তান। প্রথম দুই ওয়ানডের মতো এবারও শুরুর দিকে আউট হয়ে যান ফাখর জামান। দলীয় ২১ রানের মাথায় আউট হন ফখর। পাক বংশোদ্ভূত ইংলিশ পেসার শাকিব মাহমুদের বলে আউট হয়ে ৬ রান করেই সাজঘরের পথ ধরেন ফখর।
তবে গত দুই ম্যাচের মতো এবার ফ্লপ হননি ওপেনার ইমাম উল হক আর বাবর আজম। বাবরের সঙ্গে জুটি গড়েন তিনি। ৭৩ বলে ৭ বাউন্ডারিতে ৫৬ রান করে পারকিংসনের বলে বোল্ড হয়ে ফেরেন ইমাম।
এরপর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন বাবর। এ জুটি ২০ ওভারে ১৭৯ রান যোগ করে দলীয় সংগ্রহ তিন শর কাছে নিয়ে যান।
তিন শ থেকে ৮ রান দূরে থাকতে আউট হন রিজওয়ান। তার আগে ৫৮ বলে ৪ চারের সাহায্যে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।
তিন শ পেরুনোর পর দ্রুত কয়েকটি উইকেট পড়ে যায় পাকিস্তানের। ২৬ রানে শেষ ৬ উইকেটের পতন ঘটে পাকিস্তানের। একপ্রান্ত ধরে রেখে খেলছিলেন বাবর।
৫০তম ওভারের দ্বিতীয় বলে আউট হন তিনি। আর আগেই ক্যারিয়ারসেরা ইনিংস উপহার দেন পাক অধিনায়ক। ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি করেন বাবর।
ব্রাইডন কারসের শেষ ওভারে ১৩৯ বলে ১৪ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে ১৫৮ রান করেন তিনি।
নির্ধারিত ৫০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৯ উইকেটে ৩৩১ রান।
৩৭ রানে ফিল সল্ট, ৩৯ রানে জ্যাক ক্রাউলি এবং ৩২ রান তুলে আউট হন অধিনায়ক বেন স্টোকস। আর উইকেটকিপার ব্যাটসম্যান জন সিম্পসন করেন ৩ রান। এ সময় নিশ্চিত হারের দিকেই এগোচ্ছিল স্বাগতিকরা।
কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে জেমস ভিন্স এবং লুইস গ্রেগরি মিলে ১২৯ রান তুললে ইংল্যান্ডকে জয়ের দিকেই নিয়ে যায়। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করে ১০২ রানে আউট হয়েছেন ভিন্স। আর গ্রেগরি করেছেন ৭৭ রান। শেষদিকে জয় নিয়েই মাঠ ছাড়েন ক্রেইগ ওভারটন এবং ব্রিডন কার্স।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা