বাংলাদেশ হেলথ্ রিপোর্টার্স ফোরামকে (বিএইচআরএফ) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে বাংলাদেশ ডক্টর’স ফাউন্ডেশন (বিডিএফ)। সোমবার (৩০ মার্চ) শ্যামলীস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে পিপিই হস্তান্তর করা হয়। বিএইচআরএফ’র কার্যনির্বাহী সদস্য মাইনুল হাসান সোহেলের হাতে ফাউন্ডেশনের পক্ষে পিপিই তুলে দেন চেয়ারম্যান ডা. মো. সাহেদ রাফি পাভেল এবং কো-চেয়ারম্যান ডা. তাজিন আফরোজ শাহ। এ সময় উপস্থিত ছিলেন বিডিএিফ’র এর মুখপাত্র ডা. নিরুপম দাশ ও বিডিএফ’র মহাসচিব ডা. জাকির সুমন।
ডা. মো. সাহেদ রাফি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। বিশ্বব্যাপি সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকরাও এ রোগে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন এবং সর্বোচ্চ ঝুঁকিত আছেন। একই সঙ্গে ঝুঁকিতে আছেন পেশাদার সাংবাদিকরা। আর তাই চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যখাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ্ রিপোর্টার্স ফোরামকে পিপিই প্রদান করতে পেরে আমরা কৃতজ্ঞ।
চিকিৎসকদের অধিকার আদায় ও সংরক্ষণে কাজ করা ফাউন্ডেশন বর্তমানে রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে সবচেয়ে ঝুঁকিতে থাকা সারাদেশের চিকিৎসকদের সুরক্ষায় পিপিই দিচ্ছে।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা