অনলাইন ডেস্ক
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বাসাবো থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ।
গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন ডিবির গুলশান ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান।
কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে ডিসি মশিউর রহমান বলেন, হেফাজতের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলোর একটিতে গ্রেপ্তার দেখানো হবে। মাত্র গ্রেপ্তার করা হয়েছে, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এর আগে, ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন সংগঠনটির নেতারা। সম্প্রতি হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হকসহ বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে ২০১৩ সালের শাপলা চত্বরের মামলাসহ সাম্প্রতিক সময়ের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।