অনলাইন ডেস্ক
জানা যায়, আমিনবাজার ব্রিজের আগে একাধিক জায়গায় পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি করছে। এ সময় অনেক গাড়ি ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। যে কারণে যাত্রীরা গাড়ি থেকে নেমে হেঁটে ঢাকায় প্রবেশ করছে।
আমিনবাজার ব্রিজের ওপর মো. শহীদুল নামে এক ব্যক্তি অভিযোগ করেন, পুলিশ গাড়ি ঢুকতে দিচ্ছে না ঢাকায়, তাই হেঁটেই যাচ্ছি। কোনো ঘোষণা ছাড়া গাড়ি ঢুকতে না দেওয়ায় বহু মানুষ সমস্যার মধ্যে পড়েছে।
সিদ্দিক নামের এক ব্যক্তি অভিযোগ করেন, আমরা মানিকগঞ্জ থেকে এসেছি বিএনপির সমাবেশে যাব। কিন্তু মানিকগঞ্জের কথা শুনলেই পুলিশ বাস থেকে নামিয়ে দিচ্ছে। হেঁটে এ পর্যন্ত এসেছি।
শাহজালাল নামের আরেক ব্যক্তি অভিযোগ করে বলেন, টাঙ্গাইল থেকে এসেছি আমরা। পুলিশ গাড়ি আটকে দিছে। কিন্তু লাভ নেই, হেঁটেই সমাবেশে যাব।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, সমাবেশ ঘিরে যাতে কোনো প্রকার নাশকতা সৃষ্টি না হয় এজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা