হুমায়ূন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী ছিল ১৩ নভেম্বর। কিংবদন্তি এই কথাসাহিত্যিক জন্মবার্ষিকী উদযাপনে সোমবার (১৮ নভেম্বর) শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা ৭টায় ম্যাড থেটার মঞ্চস্থ করবে এসময়ের সাড়া জাগানো নাটক ‘নদ্দিউ নতিম’। হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কে কথা কয়’ এর নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। হুমায়ূনের কাজের মধ্য দিয়েই হুমায়ূনকে স্মরণে ম্যাড থেটারের নিবেদন এই বিশেষ প্রদর্শনী।
নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম, যিনি ম্যাড থেটারের প্রধান পরিচালক। নাটকটিতে অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত, যারা একই পরিবারের সদস্য, বাংলা নাটকের ক্ষেত্রে যা অনন্য ও নতুন মেরুকরণ।
নাটকটির পরিচালক জানান, ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নাটক টি দর্শকদের আকৃষ্ট করেছে এর অভিনয় গুণে, কাহিনির চমৎকারিত্বে, ঘটনার বিন্যাসে ও চরিত্রের বিচিত্রতায়। নাটক টি নিয়মিতভাবে ঢাকায় মঞ্চস্থ হচ্ছে। প্রতিটি প্রদর্শনীতেই রয়েছে দর্শকদের আগ্রহ আকর্ষণ এবং পুনর্বার দেখার তাগিদ।
আরও পড়ুন : সরকারের চলতি মেয়াদের মধ্যেই দারিদ্র্যের হার ১৫ শতাংশের নিচে নামিয়ে আনা হবে : প্রধানমন্ত্রী
যে তিনটি কারণে নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তীব্র আগ্রহের জন্ম দিয়েছে, সে গুলো হলো: প্রথমত- বাংলাদেশের মূলধারার নাটকে ‘নদ্দিউ নতিম’ই প্রথম নাটক যেখানে একজন শিশু একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে।
দ্বিতীয়ত- বর্তমান সময়ে একজন মানুষ অন্য একজনকে হত্যার জন্য নিজেকে আত্মাহুতি দিচ্ছে। এই নাটকে দেখা যায় একজন মানসিক প্রতিবন্ধী শিশুকে বাঁচাতে একজন কবির নির্বিকার আত্মাহুতি। অর্থাৎ অন্যকে হত্যা করতে নয় বরং বাঁচাতেই আরেক মানুষের জীবন উৎসর্গ, যা এই সময়ের জন্য এক অনন্য আদর্শ হিসাবে পরিগণিত।
তৃতীয়ত- এই নাটকে একটি কাল্পনিক পরিবারের কাহিনি মঞ্চস্থ হয় যা একটি বাস্তব পরিবারের সদস্যরা অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে ফুটিয়ে তোলে।
নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে রাশেদ ও আরিফ এবং আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন আদর। দেশে ও দেশের বাইরে ‘নদ্দিউ নতিম’ নাটকের একের পর এক সফল প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটার দর্শকদের মন জয় করে চলেছে।
হুমায়ূন আহমেদের লেখা নাটকসমূহ – প্রথম প্রহর, এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, অয়োময়, আজ রবিবার, নিমফুল, তারা তিনজন, আমরা তিনজন, মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, সবুজ সাথী, উড়ে যায় বকপক্ষী এবং এই মেঘ এই রৌদ্র।
ফেসবুক পেজ :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা