অনলাইন ডেস্ক
আজ শনিবার চুয়াডাঙ্গায় ‘হিট স্ট্রোকে’ জাকির হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এদিন পাবনা শহরে ‘হিট স্ট্রোকে’ সুকুমার দাস নামে আরও এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া বিকেলে গাজীপুরে সোহেল রানা নামে আরও এক জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—
চুয়াডাঙ্গা: যশোরে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে তাপদাহে পুড়ছে যশোরসহ আশপাশের জেলাও। চুয়াডাঙ্গায় ‘হিট স্ট্রোকে’ জাকির হোসেন (৩৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২০শে এপ্রিল) সকালে তিনি মাঠে গেলে হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্ত সংলগ্ন ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে। জাকির হোসেনের বাবা আমির হোসেন ও দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।
আমির হোসেন বলেন, ‘তীব্র গরমে মাঠের ধান মরার মতো অবস্থা। ধানের জমিতে সেচ দেওয়ার জন্য সকাল ৮টার দিকে মাঠে যায় জাকির হোসেন। মাঠে যাওয়ার ঘণ্টাখানেক পর খবর পাই ছেলে স্ট্রোক করেছে। মাঠের অন্য কৃষকরা ছেলেকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথেই সে মারা যায়।’
পাবনা: এদিকে তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা পাবনা জেলা। অসহনীয় গরমে শহরে হিট স্ট্রোক করে সুকুমার দাস নামে এক ব্যক্তি মারা গেছেন।
আজ শনিবার (২০শে এপ্রিল) দুপুরে পাবনা শহরের রূপকথা রোডে একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় হিট স্ট্রোক করেন তিনি। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুকুমার দাস শহরের শালগাড়িয়ার জাকিরের মোড়ের বাসিন্দা। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ব্যক্তি হিট স্ট্রোকে মারা গেছেন। পাবনা শহর থেকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাকে।
গাজীপুর: গাজীপুরে হিট স্ট্রোকে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার (২০ শে এপ্রিল) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন জেলখানা রোডের জমিদার মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ব্যক্তির নাম সোহেল রানা (৪২)। তিনি স্থানীয় কাশিমপুর থানাধীন এনায়েতপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার বারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন জানান, স্থানীয় এনায়েতপুর এলাকায় তার এক ভাইয়ের সঙ্গে সোহেল রানা থাকতেন। গত কয়েকদিন ধরে ভারসাম্যহীন অবস্থায় কোনাবাড়ি এলাকায় ঘুরাফেরা করছিলেন তিনি। দুপুরে স্থানীয় জমিদার মাঠে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তীব্র তাপদাহের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা