অনলাইন ডেস্ক
দিল্লির এইমসের (এআইআইএমএস) কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছিল মনমোহন সিংকে। জ্বর এবং দুর্বলতা ছিল তার। কার্ডিওলজির অধ্যাপক ডা. নীতিশ নায়েকের নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি টিমের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মনমোহন সিং। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে সুস্থ হতে আরও কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে তাকে। অবশেষে তাকে হাসপাতাল থেকে ছাড়া হলো। এতে স্বস্তি ফিরেছে তার পরিবারে।
এর আগে এপ্রিলে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দিন দশেক পরই কোভিড পজিটিভ হন তিনি। একাধিক উপসর্গ নিয়ে তখন তাকে ভর্তি করা হয় দিল্লির এইমসে। তার চিকিৎসার জন্য তৈরি হয় বিশেষ টিম। বয়স নব্বইয়ের কাছাকাছি হওয়ায় তার শারীরিক পরিস্থিতি নিয়ে বেশ চিন্তাতেই ছিলেন চিকিৎসকরা। তবে ২৯ এপ্রিল করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি।
এবার কার্ডিওলজি বিভাগে ভর্তি হওয়ায় উদ্বেগ বাড়ে। তবে এই প্রথম নয়, এর আগে গত বছর মে মাসেও বুকে ব্যথা নিয়ে এইমসে ভর্তি হয়েছিলেন মনমোহন সিং। সেবারও কার্ডিও ওয়ার্ডে তার চিকিৎসা হয়েছিল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা