যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি) হাসপাতাল থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে তাঁকে নিয়ে গাড়ি হাসপাতাল থেকে কারাগারে রওনা হয়। এর আগে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ছাড়পত্র দেওয়ার আগেই মেডিক্যাল বোর্ডের সব সদস্য সম্রাটকে দেখেছেন। এরপর বোর্ডের সিদ্ধান্তক্রমে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এনআইসিভিডির সহযোগী অধ্যাপক ডা. মহসিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারে বুকে ব্যথা অনুভব করলে গত বুধবার সকাল সাড়ে ৭টায় সম্রাটকে কারাগার থেকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে, ঢামেক চিকিৎসকদের পরামর্শে তাকে এনআইসিভিডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে সম্রাটকে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা