অনলাইন ডেস্ক
রোববার (০৫ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার শতাধিক।
দগ্ধদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন। শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সীতাকুণ্ডের ডিপোতে দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই ভয়ংকর রূপ নেয় অগ্নিকাণ্ড। এরপর বিস্ফোরক পদার্থের ভয়াবহ বিস্ফোরণে চট্টগ্রামের সীতাকুণ্ডের আকাশ কেঁপে ওঠে।
জানা যায়, আগুন লাগার সময় বড় একটি বিস্ফোরণের পর আরও ১৫ থেকে ২০টি বিস্ফোরণ ঘটে। ভোর ৪টার দিকেও আরও একবার বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
তবে, ভোর ৬টার দিকে ডিপোর বেশিরভাগ জায়গার আগুন নিভে এলেও, কিছু জায়গা থেকে ধোঁয়া বেরুতে দেখা গেছে। এ সময় ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীকে আগুন নেভানোর কাজ করতে দেখা যায়।
ফায়ার সার্ভিস আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের অন্তত ৭ জন কর্মী আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের ধারণা কেমিকেল কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা