স্প্যানিশ লিগে চলতি মৌসুমের প্রথম হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ।
শনিবার (১৯ অক্টোবর) রাতে পয়েন্ট তালিকার নিচের সারির দল রিয়াল মালোরকার বিপক্ষে ০-১ গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা।
এমন হারে রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে যেতে ব্যর্থ হলো। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা শীর্ষেই রয়েছে। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিওনেল মেসিরা। আর রিয়াল মাদ্রিদ ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে। এল ক্ল্যাসিকো সামনে হলে বেশ জমে উঠতো। পয়েন্ট টেবিলের এক ও দুইয়ের লড়াই বলা যেতো।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই রিয়ালকে হতবাক করে দেয় মায়োর্কা। মাত্র সপ্তম মিনিটেই কাউন্টার অ্যাটাক থেকে রিয়ালের রক্ষণকে বুড়ো আঙুল দেখান মায়োর্কার আইভোরিয়ান ফরোয়ার্ড লাগো জুনিয়র, এগিয়ে যায় স্বাগতিকরা।
শুরুতেই গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে রিয়াল। বারবার আক্রমণে উঠলেও কোনোভাবেই ভাঙতে পারেনি মায়োর্কার রক্ষণ। অগোছালো আক্রমণে বারবার নষ্ট হয়েছে গোলের সুযোগ। উল্টো ৭৪ মিনিটে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আলভারো ওদ্রিওলা।
গোল শোধ করতে না পারায় ০-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে। ২০০৯ সালের পর এটাই রিয়ালের বিপক্ষে মায়োর্কার প্রথম জয়। লা লিগায় ঘরের মাঠে ২০০৬ সালের পর প্রথমবারের মতো জিতল তারা। নিউজ১৮.কম।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা