অনলাইন ডেস্ক
সন্ধ্যায় ছয়টায় শুরু হয়েছিল অনুষ্ঠানটি। টিএসসিতে কাওয়ালি আয়োজনের জন্য বেশ কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিচ্ছিলেন আয়োজনকারীরা। শুরুর অল্পক্ষণ পরেই একদল এসে হামলা চালায় অনুষ্ঠানে। মুহুর্তেই ছত্রভঙ্গ হয়ে যায় আয়োজন।
আয়োজকদের দাবি, হামলায় বেশ কজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী। তিনি ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন। আয়োজকরা এই হামলাকে সুস্থ সংস্কৃতির ওপর হামলা আখ্যা দিয়ে প্রতিবাদস্বরূপ শিক্ষার্থীরা প্রক্টর অফিস ঘেরাও করেন এবং সেখানেই গানের আসর বসান।
‘টিএসসিতে কাওয়ালি’ শিরোনামের অনুষ্ঠানটির আয়োজকদের একজন মীর হুযাইফা আল-মামদূহ। তিনি জানিয়েছেন, ছাত্রলীগ করোনার কারণে এই অনুষ্ঠান না করতে বলেছিল। কিন্তু করোনার বিধিনিষেধ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হওয়ায় এ অনুষ্ঠানটি করার পক্ষে ছিলেন আয়োজকেরা।
জানা গেছে, এই অনুষ্ঠানের শুরুতে সাউন্ডের সমস্যা হয়েছিল। পরে আয়োজকেরা তা সমাধানের চেষ্টা করে। এরমধ্যে ছোট-ছোট গজল হচ্ছিল। তখন হামলা চালানো হয় এই অনুষ্ঠানে। ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ ঘটনার পর কাওয়ালি শুনতে উপস্থিত হওয়া সকলেই সেখান থেকে সরে পড়েন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা