৩০শে ডিসেম্বরকে ভোটাধিকার লুন্ঠন দিবস হিসাবে অভিহিত করেছেন হানিফ বাংলাদেশী।
গত ১ বছর ভোটাধিকারের জন্য নানা কর্মসূচি পালন করছেন, নির্বাচন কমিশনে পচা আপেল নিয়ে প্রতিবাদ, সংসদ ভবনের চারপাশে ১৬ বার পদক্ষিণ, টেকনাফ থেকে তেতুলিয়া পদযাত্রা করা হানিফ বাংলাদেশী সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কালো কাপড় মুখে পেঁচিয়ে নমুনা ব্যালটপেপার হাতে নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদ কর্মসূচিতে হানিফ বাংলাদেশী বলেন, স্বাধীনতার অর্ধ শতাব্দী যাবত রাজনৈতিক দলগুলো দ্বারা ভোটাধিকার বহুবার লুন্ঠিত হয়েছে। যে দল যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা দীর্ঘ মেয়াদে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য ভোটাধিকারের উপর হস্তক্ষেপ করেছে। আজ ভোটাধিকার পুরোপুরি লুন্ঠিত। ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করতে হবে।
ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার প্রক্রিয়া চলমান থাকলে বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল ও কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। আমার এ আন্দোলন কোন দলের আনুগত্য পোষণ করে নয়। কোন দলকে ক্ষমতায় বসানো বা কোন দলকে ক্ষমতা থেকে নামাতে নয়। জনগণের নাগরিক অধিকার ভোটাধিকার প্রতিষ্ঠাই এ আন্দোলনের লক্ষ্য।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা