অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজের ফেসবুক আইডিতে ভিডিও বার্তায় এসব তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজের ২৮ জন নাবিককে উদ্ধার করে সেফ জোনে নেওয়া হয়েছে। তারা পোল্যান্ডের দিকে যাচ্ছেন। পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশের দূতাবাস তাদের দেখভাল করছে।
তিনি বলেছেন, ‘কিছুক্ষণ আগে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন জানিয়েছেন, জাহাজের ২৮ জনকে আমরা নিরাপদ জোনে আনতে পেরেছি। তারা নিরাপদে আছেন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের ওয়ারশতে নিয়ে আসার চেষ্টা করছি। নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে হাদিসুর রহমানের মরদেহসহ সবাইকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব।’
পোল্যান্ডে নিহত হাদিসুর রহমানের জানাজাও করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা