বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি স্টেশান হাতিয়া থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী গুল আজাদ (৩৫) কে আটক করেছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক অভিযান পরিচালনা করে একটি দেশীয় শর্ট গান, এক রাউন্ড তাজা গোলা ও ৭২ পিস ইয়াবাসহ তাকে আটক করেছে। কোস্ট গার্ড সূত্র এতথ্য জানায়।
একজনের দেয়া গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার লেঃ এম মেহেদী হাসান, (এক্স) বিএন এর নেতৃত্বে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন লক্ষিদীয়ার ওছখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী নোয়াখালী জেলার হাতিয়া থানার ওছখালীর লক্ষিদীয়া গ্রামের মোঃ ইয়াসিনের ছেলে।
আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত হাতিয়া থানার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। জব্দকৃত অস্ত্র, তাজা গোলা এবং ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে হাতিয়া থানায় হস্থান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
ফেসবুক পেজ :
আরও পড়ুন : আমাদের মতো মানুষের কাছে একাত্তরের স্মৃতি বিবিধ : আফসান চৌধুরী
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা