রাজধানীর হাতিরঝিলে ছুরিকাঘাতে শিপন (১৮) নামের এক মোটর মেকানিক কিশোর নিহত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার বাবার নাম সাইদুল ইসলাম। সে হাতিরঝিল মধুবাগ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শিপন হাজীপাড়া এলাকার একটি মোটরের দোকানে মেকানিক হিসেবে কাজ করতো। রবিবার রাত সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের বউবাজার বেগুনবাড়ি সেতুর নিচে শিপন (১৮) ও মানিক (১৬) নামে দুইজন ছুরিকাঘাতে আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে শিপন মারা যায়। আর আহত মানিকের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া জানান, শিপন ও মানিক হাতিরঝিল মধুবাগ এলাকার বাসিন্দা। ঘটনার সময় দু’জনই মোটরসাইকেলে ছিল। সুজন নামে এক যুবক এসে তাদের ছুরিকাঘাত করে বলে আহত মানিক জানিয়েছে।
তিনি আরও জানান, শিপন রাত ১১টার দিকে মারা গেছে। মানিক চিকিৎসাধীন রয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা