অনলাইন ডেস্ক
সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হজের মৌসুমে চিকিৎসার জন্য ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। মূলত হাজিদের রক্তের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজে এ ড্রোন ব্যবহার করা হবে।সৌদি আরবের সংবাদমাধ্যম আখবার২৪ জানিয়েছে, ড্রোনগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার করা হবে। এগুলোর মাধ্যমে মিনা ও আরাফাতের ময়দানের আশপাশের হাসপাতালে রক্ত ও ল্যাবের নমুনা সংগ্রহ করা হবে। চলতি বছরের আসন্ন বার্ষিক হজের মৌসুমে এগুলোকে ব্যবহার করা হবে।গত বছর সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় পরীক্ষামূলকভাবে সৌদি পোস্টের মাধ্যমে মক্কার আশপাশের এলাকায় ড্রোনের মাধ্যমে রক্ত পরিবহনের কার্যক্রম পরিচালনা করে। হাজিদের দ্রুত সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হয়।
উন্নত স্বাস্থ্যসেবার অংশ হিসেবে পরীক্ষামূলক ওই সেবায় ইতিবাচতক সংকেত পেয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া হজের সময়ের ব্যাপক জটের মধ্যে জরুরি পরিস্থিতি মোকাবিলায়ও এটি সহায়ক ভূমিকা পালন করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের এমন পদক্ষেপের ফলে রক্ত ল্যাবে পৌঁছাতে মাত্র দুই মিনিটের মতো সময় লাগছে। যেখানে স্বাভাবিক ব্যবস্থায় এ জন্য অন্তত আড়াই ঘণ্টা ব্যয় করতে হতো।
উল্লেখ্য, গত বছর হজের মৌসুমে সৌদি আরবে প্রায় ২০ লাখ হাজি হজ পালন করেছেন। ফলে ধারণা করা হচ্ছে যে এ পরিস্থিতি করোনার আগেরকার সময়ে ফিরতে শুরু করেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা