অনলাইন ডেস্ক
আদালত সূত্র জানায়, আজ বেলা তিনটা পর্যন্ত দুই কোর্টে চারটি আবেদন জমা হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের কোর্টে তিনটি জামিন আবেদন দাখিল হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
ভার্চুয়াল উপস্থিতিতে বিচারকার্য পরিচালনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশব্যাপী করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবেলা ও শারিরীক উপস্থিতিতে ব্যতিরেকে সাধারণ ছুটিকালীন ও হাইকোর্ট অবকাশকালীন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ” আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০” এবং অত্রকোর্ট কর্তৃক জারীকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করত: তথ্য-প্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করে দিয়েছেন।”
বেঞ্চ তিনটি হলো – বিচারপতি ওবায়দুল হাসানের একটি বেঞ্চ। এখানে অতি জরুরি সকল প্রকার রিট ও দেওয়ানি মোশন এবং এ সংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করবেন। এ বেঞ্চে আবেদন করা যাবে courtannex19@gmail.com এই মেইলে।
বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে অতি জরুরি সব ধরনের ফৌজদারি মোশন এবং ওই সংক্রান্ত জামিনের আবেদন নেওয়া হবে। এ বেঞ্চে আবেদন করা যাবে courtannex5@gmail.com এই মেইলে।
বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে আদিম অধিক্ষেত্রাধীন বিষয়সহ অন্যান্য মামলার আপিল শুনানি ও আবেদনপত্র গ্রহণ করবেন। এ বেঞ্চে আবেদন করা যাবে courtmain12@gmail.com ইমেইলে।
এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট বেঞ্চ যখন সময় নির্ধারণ করবেন তখন ভিডিও কনফারেন্সে শুনানি হবে বলে আদালত সূত্র জানায়। ভার্চুয়াল শুনানিতে আবেদনকারীপক্ষ ও রাষ্ট্রপক্ষ যুক্ত থাকবেন।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা