অনলাইন ডেস্ক
হাওর বাওর পাহাড় ঘেরা হবিগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসনে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনটি আসনেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ভোটের মাঠে।
নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ ১ সংসদীয় আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তবে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবুর বড় প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
আজমিরিগঞ্জ ও বানিয়াচং উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-২ সংসদীয় আসনে আওয়ামী লীগের নতুন প্রার্থী তরুণ আইনজীবী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মজিদ খান স্বতন্ত্র প্রার্থী হয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাকে।
হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসনে আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আবু জাহির। তার বিপরিতে ৮ জন প্রার্থী থাকলেও তাদের কেউই প্রচারণায় তেমন সক্রিয় নন। ফলে এখানকার নির্বাচনী মাঠও নিরুত্তাপ।
হবিগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর শক্ত প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় যুবলীগের বহিস্কৃত আইন বিষয়ক সম্পাদক সৈয়দ সায়েদুল হক সুমন। তার সঙ্গে আছেন স্থানীয় আওয়ামী লীগের বড় একটি অংশ। এবারের নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটার সংখ্যা ১৭ লাখ ১ হাজার ৬৬০ জন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা