হতদরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগে মুক্তাগাছায় আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা, চেয়াম্যানের ভাইয়ের জেল
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগে আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা এবং ইউপি চেয়াম্যানের ভাইকে জরিমানা ও জেল এ প্রেরণের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মুক্তাগাছা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইখতিয়ারর উদ্দিন আহমেদ মামুনের নামে থানায় মামলা এবং দাওগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনু সরকারের ছোট ভাই গুলশান সরকারকে তিনদিনের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করার পরে জেল হাজতে প্রেরন করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান জানান, হতদরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজি দরের চাল বিরতণ না করে দাওগাঁও ইউনিয়নের ডিলার গুলশান সরকার চন্দনীআটা গ্রামের বেগম নামে এক নারীর বাড়িতে ১১ বস্তা চাল ও একই ইউনিয়নের ডিলার এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন আহমেদ মামুন ৪৭ বস্তা চাল গোপনে লুকিয়ে রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) পৃথক অভিযান চালিয়ে ওইসব চাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিলার গুলশান সরকারকে ওইদিনই তিনদিনের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আর বৃহস্পতিবার সকালে বিশেষ ক্ষমতায়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন আহমেদ মামুনের নামে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘১০ টাকা কেজি চাল আত্মসাতের অভিযোগে গুলশানকে জেলে পাঠানো হয়েছে। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন আহমেদ মামুনের নামে মামলা দায়ের করার পর তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা