ফাইল ছবি।
সিনিয়র স্টাফ রিপোর্টার : দেশে করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি তৈরি হওয়ার মাধ্যমে দেশবাসীর কাছে অতি পরিচিত মুখে পরিণত হন রোগতত্ত্ব, রােগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বৃহস্পতিবার (১৯ মার্চ) অফিসে দায়িত্বপালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একারণে তাকে আর বৃহস্পতিবারের করোনা সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে দেখা যায়নি।
তার অসুস্থতা প্রসঙ্গে হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ জানান, তিনি অফিসে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তার প্রেসার ১৬০/১২০ এ উন্নীত হয়েছে। যার কারণে তাকে অফিসেই প্রাথমিক চিকিৎসা শেষে সহকর্মীরা বিশ্রামে রেখেছেন। তার অসুস্থতার কারণে নিয়মিত ব্রিফিংটি করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি এ প্রসঙ্গে বলেন, মীরজাদীর অসুস্থতার কারণে আজ আমি ব্রিফিংয়ে উপস্থিত হয়েছি। তবে, কেউ আপনারা ভুল ভাববেন না। তিনি সুস্থ হলেই আবারও করোনা সংক্রান্ত ব্রিফিং তিনিই করবেন। এটা নিয়ে যেন কারো মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়।
তবে, নিয়মিত ব্রিফিংয়ে যথারীতি প্রতিদিনের মতোই উপস্থিত ছিলেন আইইডিসিআর এর প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার ড. এ এস এম আলমগীর।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা