অনলাইন ডেস্ক
কিন্তু লিগের শেষ ম্যাচে মোহামেডানকে ধরাশায়ী করে পুরো তিন পয়েন্ট ছিনিয়ে নেয়। সুবাদে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপা জিতে নিয়েছে মেরিনার ইয়াংস।
মোহামেডান-আবাহনীর চেয়ে কম বাজেটের দল ছিল মেরিনার্স। স্বল্প বাজেটের দল হলেও দুই ঐতিহ্যবাহী দুই দলকে পেছনে ফেলে মৌসুমের দুই আসরেই চ্যাম্পিয়ন মেরিনার্স। মাঠের বাইরে কোচিং স্টাফদের পরিকল্পনা এবং খেলোয়াড়দের টিম ওয়ার্কই এর সফলতার চাবিকাঠি।
শনিবার (২৭ নভেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মোহামেডানকে ৩-২ গোলে হারিয়েছে মেরিনার্স। ১৫ ম্যাচে ১৪ জয়ে ৪২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন মুকুট পরল দলটি। এ নিয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দ্বিতীয়বারের মতো শিরোপার স্বাদ পেল তারা। ২০১৬ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।প্রথম পিসি (পেনাল্টি কর্নার) নষ্ট করার পর দশম মিনিটে দ্বিতীয় পিসি থেকে গোল তুলে নেয় মোহামেডান।
অধিনায়ক রাসেল মাহমুদ জিমির পুশ কামরুজ্জামান পিন্টু স্টপ করার পর বল জালে জড়ান আর্জেন্টাইন গনসালো পেইয়াত। প্রথম কোয়ার্টারে শেষ মিনিটে পিসি থেকে সমতায় ফেরে মেরিনার্স। মিলন হোসেনের পুশ প্রদীপ মোর স্টপ করার পর লক্ষ্যভেদ করেন সোহানুর রহমান সোহান।দ্বিতীয় কোয়ার্টারে মেরিনার্সের তাসিন আলি গোলরক্ষককে কাটানোর পর বাইরে মেরে সুযোগ নষ্ট করার পর ২৫তম মিনিটের পিসি থেকে এগিয়ে যায় তারা। মিলনের পুশ মোর স্টপ করার পর সোহানের হিটে পরাস্ত আল আমিন।
এই অর্ধের শেষ দিকে দুটি পিসির কোনোটিই কাজে লাগাতে পারেনি হোয়াকিম মেনিনি-অজিত কুমার ঘোষ-পেইয়াতের কম্বিনেশন।তৃতীয় কোয়ার্টারের শুরুতে মোহামেডানের মেনিনির হিট পোস্টে লেগে প্রতিহত হয়। ৪৩তম মিনিটে প্রিন্স লালের হিট ঠেকিয়ে মেরিনার্সকে জয়ের পথে রাখেন বিপ্লব কুজুর।
৫১তম মিনিটে বক্সে ঢুকেই জোরালো হিট নেন প্রদীপ মোর। বল আটকানোর সুযোগই পাননি মোহামেডান গোলরক্ষক। ছয় মিনিট পর মোহামেডানের সারোয়ারি হোসেনের গোলে জমে ওঠে ম্যাচ।শঙ্কাও জাগে আবাহনীর বিপক্ষে আগের ম্যাচে ৩-৩ সমতায় থাকার পর দুই সেকেন্ড বাকি থাকতে গোল হজম করে মেরিনার্সের হেরে যাওয়ার পুনরাবৃত্তি হয় কি-না। কিন্তু শেষ পর্যন্ত সব শঙ্কা দূর করে জিতেই শেষটা রাঙাল তারা।
মেরিনার্সের অধিনায়ক মামুনুর রহমান চয়ন দলকে চ্যাম্পিয়ন করতে পেরে খুশি, ‘ক্লাবের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা সবাই এক লক্ষ্যে কাজ করেছি। এজন্য সফল হতে পেরেছি। সবার পরিশ্রম কাজ এসেছে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা