করোনাভাইরাস (কভিড-১৯) এখন বৈশ্বিক সংকট। সবাই সচেতন হচ্ছেন বিষয়টি নিয়ে।
স্মার্টফোনের মাধ্যমেও যে জীবাণু ছড়ায়, সেটা অনেকের কাছেই অজানা। বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি যে, আমাদের হাতে থাকা মোবাইল ফোনে টয়লেট সিটের চেয়েও ১০ গুণ বেশি জীবাণু থাকে। হাইজিনের মাপকাঠিতে, মোবাইল ফোন বাড়ির শৌচালয়ের থেকেও বেশি দূষিত এই মোবাইল ফোন সেট। তাই এটি নিয়মিত পরিষ্কার রাখা উচিত।
এক গবেষণায় দেখা গেছে, দৈনিক গড়ে ৬৭ বার নিজের স্মার্টফোনটি হাতে নেন ব্যবহারকারীরা।
এতে ভয়ের ব্যাপার হলো, আমাদের ফোনে ১৭ হাজার ধরণের জীবাণু বেঁচে থাকতে পারে। এর মধ্যে করোনাভাইরাসের নাম আছে কিনা তা জানা অসম্ভব।
তবে এই বিষয়ে সতর্ক থাকাই ভালো। আর তাই ফোনকে জীবাণুমুক্ত রাখতে অ্যাপল ও গুগল তাদের সাপোর্ট পেইজে গাইডলাইন দিয়েছে।
অ্যাপল ও গুগলের গাইডলাইন অনুযায়ি, শুকনো পরিষ্কার তোয়ালে উষ্ণ পানিতে ভিজিয়ে ফোনের ডিসপ্লে ও ব্যাক প্যানেল মুছতে হবে।
এ বিষয়ে গুগল জানিয়েছে, কম ক্ষারযুক্ত সাবানপানির মিশ্রণ দিয়ে ফোন পরিষ্কার করলেও সমস্যা নেই।
এছাড়া পানি নিরোধী ফোন যেমন আইফোন ৭, আইফোন ৭ প্লাস, আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন ১০, আইফোন ১০আর, আইফোন ১০ এস, আইফোন ১০ এস ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, গ্যালাক্সি এস৭, গ্যালাক্সি এস৭ এজ, গ্যালাক্সি এস৮, গ্যালাক্সি এস৮ প্লাস, গ্যালাক্সি এস৯, গ্যালাক্সি এস৯ প্লাস, গ্যালাক্সি এস ১০, গ্যালাক্সি এস ১০ প্লাস, গ্যালাক্সি ফোল্ড, পিক্সেল ২, পিক্সেল ৩ ও পিক্সেল ৪ মডেল এই প্রক্রিয়ায় পরিষ্কার করা যাবে।
তবে প্রথমে ফোনটি বন্ধ করতে হবে। এরপর সব অ্যাক্সেসরিজ যেমন ডেটা ক্যাবল বা হেডফোন খুলতে হবে। এরপর পানি ও সাবানের মিশ্রণটি পাতলা তোয়ালে বা কাপড়ে ডুবিয়ে ফোনের চারপাশ মুছতে হবে। এরপর আরেকটি শুকনো কাপড় দিয়ে ফোনে লেগে থাকা অতিরিক্ত পানি মুছে ফেলতে হবে।
খেয়াল রাখতে হবে হাইড্রোজেন পারক্সাইড রয়েছে এমন ক্লিনার, উইন্ডো ক্লিনার বা ঘর পরিষ্কার করার ক্লিনার দিয়ে কখনও ফোন পরিষ্কার করা যাবে না।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা