স্বয়ং আল্লাহও কিছু করতে পারবে না প্রতিমন্ত্রীর এমন বক্তব্য কুফরী
পানি উন্নয়ন বোর্ডের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, হাওড় উ্ন্নয়নের জন্য ‘স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করে পিআইসিগুলো গঠন করে জেলা ও উপজেলা প্রশাসন। পিআইসির কমিটিতে এখন ইউএনও, স্থানীয় রাজনৈতিক, জমিদাতাসহ সব সেক্টরের লোক রেখে সমন্বয় করে কমিটি গঠন করা হয়। এখন এতো সমন্বয়ের পরেও যদি ভালো কাজ না হয় তাহলে স্বয়ং আল্লাহ এসেও কিছু করতে পারবেন না।’ নাউযুবিল্লাহ! সূত্র-https://bit.ly/38hgSu4 ।
মন্ত্রীর এহেন বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন ইসলাম ও দেশরক্ষা পরিষদের আহবায়ক মাওলানা আমিরুল ইসলাম এবং সদস্য সচিব মাওলানা নাসিমুর রহমান।
প্রতিবাদে তারা বলেন, সম্প্রতি, নেত্রকোনার সার্কিট হাউজে হাওড় সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এমন বক্তব্য দিয়ে শিরক ও কৃফরী করেছেন।প্রতিবাদ বিবৃতিতে তারা বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন আল্লাহ যদি কিছু করতে চান তাহলে ‘কুন ফাইয়াকুন’ বললেই তা হয়ে যায়।
সুতরাং প্রতিমন্ত্রী স্বয়ং আল্লাহ কিছু করতে পারবেন না, একথা বলে কোরআন ও আল্লাহ তায়ালার বিরুদ্ধে অবস্থান নিয়ে কুফরী করেছেন। তাকে এ ভয়ানক কুফরীর ব্যাপারে অনুরুপ অনুষ্ঠানে তওবা করে আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। নেতৃদ্বয় বলেন, মন্ত্রী এমপি ও সরকারী কর্মকর্তাদের বক্তব্য দেয়ার সময় খুব সাবধান হওয়া উচিৎ। মন্ত্রীর বক্তব্য যে কুফর্রী হয়েছে এটা পাড়াগায়ের একজন অশিক্ষিত কৃষকও এটা বুঝে। এরূপ কুফরীমূলক কথা বার্তার কারণে সরকারের ভাবমূর্তি বিনষ্ট হয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা