অনলাইন ডেস্ক
স্বৈরাচারের পতন হলেও তাদের প্রেতাত্মারা বসে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৩শে সেপ্টেম্বর) কিশোরগঞ্জে গণসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, আগামীতে ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করতে চান তিনি। দেশ গঠন এবং ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, একাত্তরের পর আবারও হাজারও মানুষের আত্মত্যাগের বিনিময়ে দ্বিতীয়বারের মতো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতন হলেও দেশবিরোধী ষড়যন্ত্র শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশকে বিশ্বের কাছে একটি সম্ভাবনাময় জাতি হিসেবে গড়ে তোলার কথা জানান তিনি।
বিএনপি বিভক্তির রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তারেক রহমান বলেন, সকলকে নিয়ে ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
বাংলাদেশকে আর যাতে কেউ পিছিয়ে নিতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারেক রহমান।