অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিনব্যাপী ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩৩ মামলায় মোট ১৮ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সচেতনতার জন্য ৯০০ পিস মাস্ক বিতরণ করা হয়
এই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আট মামলায় দুই হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মামলায় ৭০০ টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত কোতোয়ালি, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা পাহাড়তলী, হালিশহর ও আকবর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার মামলায় ছয় হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান কোতোয়ালি, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মামলায় ৭০০ টাকা জরিমানা আদায় করেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বাকলিয়া ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ মামলায় তিন হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আট মামলায় দুই হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া লকডাউন সফল করার লক্ষ্যে সন্ধ্যার পর থেকে দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান ও মো. উমর ফারুকের নেতৃত্বে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা