অনলাইন ডেস্ক
আজ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভপতিত্বে আজ বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে আজ ও আগামীকাল (১৬ ও ১৭ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
মহান বিজয়ের এ দিনে দেশের সর্বস্তরের নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘স্বাধীনতা আমাদের দেশের সর্ববৃহৎ অর্জন। এ অর্জন খুব সহজে আসেনি। দীর্ঘ নয় মাসের লড়াইয়ের মাধ্যমে এ বিজয় আসে। এ বিজয়ের পেছন থেকে অবস্মরণীয় দায়িত্ব পালন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সামগ্রিক অর্থে বিশ্বে একজন মহান নেতা।’
রাষ্ট্রপতি বলেন, ‘স্বাধীনতার পর ৫০ বছর একটি দেশ ও জাতির জন্য কম সময় নয়। আমরা যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছিলাম, এ সময়ে কতটুকু অগ্রসর হতে পেরেছি, তার হিসাব মেলানোর সময় এসেছে। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব ও কর্তৃব্য আমাদের সবার। স্বাধীনতা মানুষের অধিকার। আবার অধিকারের অপপ্রয়োগ স্বাধীনতাকে খর্ব করে। স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতাকে এক করে দেখলে চলবে না।’
ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু উল্লেখ তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের রাজনৈতিক নেতা এবং জনগণ বাংলাদেশকে যে সমর্থন দিয়েছিলেন তাদের আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরদের, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা স্মরণ করি, ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো ভিডিওবার্তা এবং সশরীরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিতি।
দুই দেশের মধ্যে ১৯৭১ সাল থেকে যে সম্পর্ক তৈরি হয়েছে- তা এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, আমি আশা করছি- ভারতের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে।
ষ্ট্রপতি আরও বলেন, ‘বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। উন্নয়নের এ গতি অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা