অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে এক টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।
টুইট বার্তায় নরেন্দ্র মোদি জানান, বাংলাদেশের ৫০তম বিজয় দিবসে আমি দেশটির মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একইসাথে, ১৯৭১ সালে ভারতীয় সশস্ত্র বাহিনীর যেসব সাহসী সদস্য অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করে আত্মত্যাগ করেছেন, তাদের কথা স্মরণ করছি।
প্রসঙ্গত, আজ থেকে ৫০ বছর আগের এই দিনে (১৬ ডিসেম্বর) দীর্ঘ নয় মাসের রক্তাক্ত সংগ্রামে পাক হানাদারদের পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে বাঙালিরা। বিশ্ব মানচিত্রে জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ। সেই থেকে ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমাদের মুক্তির দিন। সেই থেকে শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে বাংলার আকাশে উড়ছে লাল-সবুজের পতাকা।
১৯৫২ সালে মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রতিবাদের যে সূচনা হয়েছিল সেই চেতনাই পরবর্তীতে ১৯৭১ সালে বাঙালির বিজয়ের মঞ্চ তৈরি করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে পরাধীনতার শৃঙ্খল ভেঙে আজকের এই দিনেই জন্ম হয় স্বাধীন বাংলাদেশের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা